আমদানিনিষিদ্ধ, তবু ই-সিগারেটের চটকদার বিজ্ঞাপন আর বাধাহীন বিক্রি অনলাইনে

 আমদানিনিষিদ্ধ, তবু ই-সিগারেটের চটকদার বিজ্ঞাপন আর বাধাহীন বিক্রি অনলাইনে


পণ্য কতটা সহজলভ্য আর গন্ধ কেমন—সেসবের দীর্ঘ বর্ণনা রয়েছে। আরও রয়েছে তরুণদের আকর্ষণের নানান চেষ্টা। অবৈজ্ঞানিক তথ্যে গুণাবলি তুলে ধরার চেষ্টাও করা হয়েছে। ক্রেতাদের আকর্ষণ করতে বিজ্ঞাপন ও বিপণনের যত কায়দা আছে, সবই করা হচ্ছে। বলছি, ই-সিগারেট বা ভেপ বিক্রির কথা।

অনলাইন মার্কেট প্লেস বা ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সাইটে আমদানিনিষিদ্ধ এ পণ্য দেদারে বিক্রি হচ্ছে। যে পণ্যের আমদানিনিষিদ্ধ, সেটা কীভাবে বিক্রি হয়, তা নিয়ে বিস্মিত ধূমপানবিরোধী অধিকারকর্মী, চিকিৎসক ও বিশেষজ্ঞরা। বিক্রি বন্ধে সরকারি কোনো তৎপরতাও চোখে পড়ে না।

এ পরিস্থিতিতে আজ শনিবার পালিত হচ্ছে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’। চলতি বছর দিবসের প্রতিপাদ্য ‘ঝকমকে পণ্য, মন্দ উদ্দেশ্য’।

            প্রচলিত সিগারেটে ধূমপানের চেয়ে ই-সিগারেটকে বেশি ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়
           ফাইল ছবি: এএফপি

পণ্য কতটা সহজলভ্য আর গন্ধ কেমন—সেসবের দীর্ঘ বর্ণনা রয়েছে। আরও রয়েছে তরুণদের আকর্ষণের নানান চেষ্টা। অবৈজ্ঞানিক তথ্যে গুণাবলি তুলে ধরার চেষ্টাও করা হয়েছে। ক্রেতাদের আকর্ষণ করতে বিজ্ঞাপন ও বিপণনের যত কায়দা আছে, সবই করা হচ্ছে। বলছি, ই-সিগারেট বা ভেপ বিক্রির কথা।

অনলাইন মার্কেট প্লেস বা ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সাইটে আমদানিনিষিদ্ধ এ পণ্য দেদারে বিক্রি হচ্ছে। যে পণ্যের আমদানিনিষিদ্ধ, সেটা কীভাবে বিক্রি হয়, তা নিয়ে বিস্মিত ধূমপানবিরোধী অধিকারকর্মী, চিকিৎসক ও বিশেষজ্ঞরা। বিক্রি বন্ধে সরকারি কোনো তৎপরতাও চোখে পড়ে না।

এ পরিস্থিতিতে আজ শনিবার পালিত হচ্ছে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’। চলতি বছর দিবসের প্রতিপাদ্য ‘ঝকমকে পণ্য, মন্দ উদ্দেশ্য’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে ১৩ থেকে ১৫ বছর বয়সী প্রায় ৩ কোটি ৭০ লাখ শিশু তামাক ব্যবহার করে। পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের বেশ কিছু এলাকায় কিশোরদের মধ্যে ধূমপানের হার ৪৩, আর কিশোরীদের মধ্যে তা ২০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।

বাংলাদেশেও, বিশেষ করে তরুণ বয়সীদের মধ্যে ই-সিগারেটের ভোক্তা অনেক। এর স্বাস্থ্যগত ঝুঁকি বেশি থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয় পণ্যটি আমদানিতে নিষেধাজ্ঞা জারির অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বর মাসে উপদেষ্টা পরিষদের বৈঠকে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস)–সংশ্লিষ্ট সব পণ্য আমদানিনিষিদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।


Post a Comment

Previous Post Next Post